বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৩ ডিগ্রি

স্টাফ রিপোর্টার, বগুড়া নিউজলাইভ ডটকমঃ বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের মধ্যে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গত ২০ ডিসেম্বর বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।গতকাল মঙ্গলবার বেলা ৩ টার দিকে বগুড়া আবহাওয়া অফিসের টেলিসেন্টার অপারেটর আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, ভোর থেকেই জেলা জুড়ে ঘন কুয়াশা রয়েছে। মৃদু শৈত্য প্রবাহ চলছে বগুড়াতেও। সূর্যের দেখা মিলতে সময় লাগতে পারে।উল্লেখ্য: মঙ্গলবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের সর্বোত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

error

Share this news to your community