বগুড়ায় মুক্তি পেল চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’

স্টাফ রিপোর্টার, বগুড়া নিউজলাইভ ডটকম: দেশের একটি মাত্র প্রেক্ষাগৃহ বগুড়ার মধুবন সিনেমা হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “অসমাপ্ত আত্মজীবনী” অবলম্বনে নির্মিত চলচ্চিত্র “চিরঞ্জীব মুজিব” মুক্তি পেয়েছে। শুক্রবার দুপুর থেকে ওই হলে এ সিনেমা দেখা যাচ্ছে।ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত ছবিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ১৯৪৯ থেকে ১৯৫২ সাল উঠে আসবে। পরের সপ্তাহে ছবিটি বগুড়ার পাশাপাশি মুক্তি দেওয়ার প্রসস্তুতি চলছে গাজীপুর অথবা দিনাজপুরে। যা দুই এক দিনের মধ্যেই চূড়ান্ত করা হবে। দেশের বিভিন্ন জেলা ঘুরে “চিরঞ্জীব মুজিব” রাজধানীর প্রেক্ষাগৃহে ফিরবে নতুন বছরের ফেবুয়ারি নাগাদ।“চিরঞ্জীব মুজিব” চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। বেগম ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা এবং বঙ্গবন্ধুর বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে খায়রুল আলম সবুজ ও দিলারা জামান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত এস এম মহসীন, নরেশ ভুঁইয়া, শতাব্দী ওয়াদুদ, মানস বন্দ্যোপাধ্যায়, আরমান পারভেজ মুরাদ, কায়েস চৌধুরী, আজাদ আবুল কালাম, সমু চৌধুরীসহ পাঁচ শতাধিক শিল্পী।পরিচালক জুয়েল মাহমুদ বলেন, “পুরো দেশের শিক্ষার্থীদের আমরা ছবিটি ফ্রি দেখাতে চাই। বিপরীতে স্থানীয় রাজনীতিকসহ বিভিন্ন পেশার সংগঠনগুলোর সূত্র ধরে এই ছবিটি হলে এসে দেখার বিষয়ে আমরা কাজ করে চলেছি। বগুড়ায় আমরা প্রায় সব পেশার সংগঠন থেকে সাড়া পেয়েছি। ৮ দিনের শো এরমধ্যে বুকড। এভাবে আমরা দেশের প্রায় সবগুলো জেলা কাভার করতে চাই।”

error

Share this news to your community