বগুড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের ॥ গ্রেফতার ২৫

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসুচীর জমায়েতে বুধবার পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত প্রায় ৫ শত জনের বিরুদ্ধে মামলা করেছে। এঘটনায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৫ জন গ্রেফতার হয়েছে।
উল্লেখ্য বুধবার ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসুচী উপলক্ষে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের জমায়েতের সময় ছাত্রদল নেতাকর্মীরা শহীদ মিনারে জুতা পায়ে ওঠে বিশৃংখলা শুরু করে। শহীদ মিনার অবমাননা ও বিশৃংখলার ঘটনায় পুলিশ ছাত্রদল নেতাকর্মীদের শহীদ মিনারের ওপর থেকে নেমে যেতে বলায় জমায়েত থেকে পুলিশের ওপর হামলা হয়। এতে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ও পুলিশ কনস্টেবল পারভেজ সহ ৫ পুলিশ সদস্য আহত হয়। এঘটনার পর পুলিশ বুধবার দুপুরে ১১ জন এবং পরে রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত অভিযান চালিয়ে আরো ১৪ জনকে গ্রেফতার করে। পুলিশের ওপর হামলার ঘটনায় বগুড়া সদর থানার এস আই জিলালুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ৭৫ জনের নাম ছাড়াও অজ্ঞাত ৫/৬ শ’ জনের কথা উল্লেখ করা হয়েছে।

error

Share this news to your community