বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১ ব্যক্তির মৃত্যু

বগুড়া নিউজলাইভ ডটকমঃ করোনার উপসর্গ নিয়ে বগুড়া আইসোলশন সেন্টার মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হওয়া সিরাজুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সোনাতলা থেকে ডায়রিয়া, জ¦র ও শ^াস কষ্ট নিয়ে মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তি হয়েছিল। রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় ওই রোগী মারা যায়। সে সোনাতলা উপজেলার চরমগাছা ছয়ঘরিয়া গ্রামের খায়রুজ্জামানের পুত্র।
মোহাম্মাদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শফিক আমিন কাজল জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় ওই রোগী মারা যায়। তার নমুনা সংগ্রহ করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। স্বাস্থ্য বিধি অনুসরণ করে তাকে দাফন করা হয়েছে। স্থানীয় প্রশাসন তার বাড়ি লকডাউন করেছে।
বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে ৭জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত রোগী ৬জন।

error

Share this news to your community