বগুড়ায় আত্মপুত্তলিকা দাহ’র মাধ্যমে বর্ষবিদায়

স্টাফ রিপোর্টার, বগুড়া নিউজলাইভ ডটকমঃ বগুড়ায় আত্মপুত্তলিকা দাহ উৎসবের মাধ্যমে ২০২১ সনকে বিদায় জানালো ভ্রমণ সংগঠন ‘ট্যুর অপেরা’। সরকারি আজিজুল হক কলেজের খেলার মাঠে সূর্যাস্তের আগ মুহূর্তে একদল তরুণ লেখক, কবি, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষার্থী একযোগে স্ব স্ব আত্মপুত্তলিকা দাহ করেন। আত্মপুত্তলিকা দাহ’র পরই আকাশে রঙ্গিন ফানুস উড়িয়ে আসন্ন নববর্ষকে স্বাগত জানান তারা।
ট্যুর অপেরার প্রধান নির্বাহী দীপান্ত রায়হান বলেন, ‘বছরের শেষ সূর্যাস্তের আগে আত্মপুত্তলিকা দাহ’র মাধ্যমে আমরা মূলত বিদায়ী বছরের ব্যর্থতা, গ্লানি, ক্ষোভ, অভিমান, বিদ্বেষকে পুড়িয়ে দিতে চেয়েছি।
সূর্যাস্তের সাথে সাথে আকাশে বর্ণিল ফানুস উড়িয়ে নতুন স্বপ্নে বরণ করেছি আসন্ন ইংরেজি নববর্ষকে।’
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক বাবু বসুধা, কবি ড্যারিন পারভেজ, কবি সাজ্জাদ সাঈফ, কবি নিখিল নওশাদসহ আজিজুল হক কলেজের একঝাঁক শিক্ষার্থী।

error

Share this news to your community