বগুড়ার ধুনটে গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপের অভিযোগ

স্টাফ রিপোর্টার, বগুড়া নিউজলাইভ ডটকম: বগুড়ার ধুনট উপজেলায় জমিজমা বিরোধের জের ধরে প্রতিপক্ষের এসিড নিক্ষেপে রিপা খাতুন (৩৫) নামে এক গৃহবধুর শরীর ঝলসে গেছে। রিপা খাতুন উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চিথুলিয়া গ্রামের আবু তাহেরের স্ত্রী। বুধবার দুপুর ২টার দিকে নিজের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত রিপা খাতুনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। রিপা খাতুনের স্বামী আবু তাহের বলেন, একই গ্রামের আমার ফুফাতো ভাই বাদশা মিয়ার সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ ঘটনায় বগুড়া আদালতে মামলা বিচারাধীন রয়েছে। এ অবস্থায় বাদশা মিয়া ও তার লোকজন আমাকে বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করে আসছে। এছাড়া তিনি আমাকে বিভিন্ন সময়ে নানাভাবে হুমকি দেন। তারই ধারাবাহিকতায় বুধবার দুপুরের দিকে আমার স্ত্রী রিপা খাতুন বাড়ির ভেতর রান্না ঘরে লাকড়ি গোছানোর কাজ করছিলেন। এসময় বাদশা মিয়া ও তার লোকজন ঘরের বেড়ার ফাঁকা স্থান দিয়ে আমার স্ত্রীর শরীরে এসিড নিক্ষেপ করেন। এতে রিপা খাতুনের পিঠ পুড়ে ঝলসে গেছে। তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানা পুলিশের নিকট মৌখিক ভাবে অভিযোগ করা হয়েছে। স্ত্রীকে চিকিৎসা দিয়ে থানায় মামলা দায়ের করা হবে। এদিকে ঘটনার পর থেকে বাদশা মিয়া ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন। ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক গাজী সালাহ উদ্দিন বলেন, এসিড দিয়ে গৃহবধু রিপা খাতুনের পিঠ ঝলসে গেছে। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে এসিডদগ্ধ গৃহবধুর চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে। তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

error

Share this news to your community