ধুনটে সেনাবাহিনীর ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জিল্লুর রহমান, ধুনট প্রতিনিধি, বগুড়া নিউজলাইভ ডটকমঃ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলায় গর্ভবর্তী মায়েদের জন্য দিন ব্যাপী ফ্রী মেডিকেল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন বগুড়া সিএমএইচ কর্মরত স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ লে.কর্ণেল ডা. রুম্মান। এসময় উপস্থিত ছিলেন বগুড়া সেনা নিবাসের ১২ইষ্ট বেঙ্গলের অধিনায়ক লে. কর্ণেল রায়হান ও ধুনট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ক ম সানাউল মোস্তফা প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পিং সার্বিক ব্যবস্থাপনায় বগুড়া সেনা নিবাসের ১২ ইষ্ট বেঙ্গল ও চিকিৎসা ব্যবস্থাপনায় ২৫ ফিল্ড এ্যাম্বলেন্সের সদস্যগন নিয়োজিত ছিলেন। দিন ব্যাপী ২০০জন গর্ভবর্তী মা কে চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ঔষধ দেওয়া হয়েছে।

error

Share this news to your community