দুপচাঁচিয়ায় স্বাস্থ্য বিভাগের ২১জনের করোনা উপসর্গ সন্দেহে নমুনা সংগ্রহ

বগুড়া নিউজলাইভ ডটকম, দুপচাঁচিয়া প্রতিনিধিঃ দুপচাঁচিয়ায় স্বাস্থ্য বিভাগ কর্তৃক করোনা উপসর্গ সন্দেহে মোট ৩৮জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১জনের করোনায় আক্রান্ত হওয়া ও ১৬জনের নমুনায় করোনাভাইরাস পাওয়া যায়নি। ৩০এপ্রিল বৃহস্পতিবার করোনা আক্রান্ত উপজেলার সিংগা (কাজীগাড়ী) গ্রামের অবসরপ্রাপ্ত পোস্ট মাষ্টার আমজাদ হোসেনের দ্বিতীয় দফা নমুনা সংগ্রহ করে বগুড়ায় প্রেরণ করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কুদ্দুস মন্ডল নিশ্চিত করেছেন। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২দফায় ২১জন কর্মকর্তা-কর্মচারীর নমুনা সংগ্রহ করে বগুড়ায় প্রেরণ করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। ওই সূত্র আরও জানায়, প্রেরণকৃত ২১জনের ফলাফল পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা যায়, এ উপজেলায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৮১জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।

error

Share this news to your community