জয়পুরহাট সদর উপজেলায় সিএসও গঠন ও পরিচিতি সভা

জয়পুরহাট জেলা প্রতিনিধি, বগুড়া নিউজলাইভ ডটকমঃ জয়পুরহাট সদর উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে নেট্জ বাংলাদেশ এর সহযোগিতায় “নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালী করণে তরুন সমাজ (যুক্ত) প্রকল্পের অধীনে” সদর উপজেলায় সিএসও গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর সকালে জয়পুরহাট শহরের গুলশানমোড় ডাসকো কার্যালয়ে সিএসও গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব ও সমাজসেবী ও জয়পুরহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র নন্দলাল পার্শী, আয়মা রসুলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়দুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজসেবক ও সাংবাদিক সুজন কুমার মন্ডল, অনিতা রানী দাস, নারগিস বেগম, নারী নেত্রী সুফলা বেগম, ডাসকো স্কুল ফ্যাসিলেটর ইউসুফ আলী, ডাসকো ফিল্ড ফ্যাসিলেটর সুকলা দেব ও দিপ্তী রানী।
অনুষ্ঠান পরিচালনা করেন ডাকসো ফাউন্ডেশনের এরিয়া কো-অর্ডিনেটর ভানু রানী। অনুষ্ঠানে নারী নির্যাতনের কারণ, প্রতিকারের উপায় ও জনমত গঠনসহ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বিভিন্ন পেশায় ৪০ জন সদস্য অংশগ্রহন করেন।

error

Share this news to your community