ছাগলের খৎনায় ৩০০ অতিথিকে আপ্যায়ন

কুষ্টিয়া প্রতিনিধি, বগুড়া নিউজলাইভ ডটকমঃ কুষ্টিয়ায় ২৫ বছরের দাম্পত্য জীবনে কোলজুড়ে আসেনি কোন সন্তান। তাই নিজের বাড়িতে কোনো অনুষ্ঠানও করতে পারেননি এ দম্পতি। দীর্ঘ দিনের অক্ষেপ ঘোচাতে বাড়িতে ঠিকই অনুষ্ঠানের আয়োজন করলেন তারা। দাওয়াত করে আপ্যায়ন করালেন ৩০০ অতিথিকে। নকট আত্মীয়-প্রতিবেশী সবাই স্বতঃ:স্ফূর্তভাবে এসেছেন দাওয়াতে। তবে এই দাওয়াতের উপলক্ষ একেবারেই ভিন্নধর্মী। বাড়ির দু’টি ছাগল ছানার খৎনা অনুষ্ঠানে এমন আয়োজন। শুক্রবার (২৪ ডিসেম্বর) জেলার কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামে ব্যতিক্রমধর্মী আয়োজন। ওই দম্পতি হলেন ওই গ্রামের দিনমজুর ওহাব ও লাইলী বেগম। ওহাব দম্পতি জানান, পরিবারে কোনো সন্তান না আসায় তাদের বাড়িতে পোষা একটি ছাগলের গর্ভে দু’টি ছাগল ছানা ভূমিষ্ঠ হয়। তারা সিদ্ধান্ত নেন ছাগলের খৎনা অনুষ্ঠান করবেন এবং তা বেশ ঘটা করেই। বিয়ে কিংবা খৎনা অনুষ্ঠানে যেভাবে ঘটা করে আয়োজন করে ঠিক তেমনি অনুষ্ঠান করবেন বাড়িতে। সেটিই করেছেন তারা। নিকট আত্মীয় পাড়া প্রতিবেশী এমন ৩০০জনকে দাওয়াত করেছেন তারা।বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয় আনুষ্ঠানিকতা। চলে শুক্রবার পর্যন্ত। দাওয়াতিরা যথা সময়ে উপঢৌকন নিয়েও হাজির হয় বাড়িতে। খেতে দেয়া হয় সাদা ভাতের সঙ্গে গরু ও খাসির মাংস। সঙ্গে সবজি ডাল ও দইয়ের ব্যবস্থাও। দাওয়াতিরা খেয়ে বেশ আত্মতৃপ্তিও পান। এর আগে অবশ্য ছাগল দু’টিকে পরানো হয় নতুন পোশাক।ওহাব দম্পতির এমন আয়োজনে বিস্মিত এলাকার মানুষ। সাড়া জাগানো এমন অনুষ্ঠান নিয়ে গোটা কুষ্টিয়াজুড়ে চলছে ব্যাপক আলোচনা।এ বিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতানকুমার ম-লের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান সংবাদ মাধ্যমে এমন খবর শুনেছি।

error

Share this news to your community