কাহালুতে নির্বাচনী সহিংসতায় আহত তাঁতী লীগের সদস্য ফারুক মারা গেছেন

কাহালু( বগুড়) প্রতিনিধি, বগুড়া নিউজলাইভ ডটকমঃ বগুড়ার কাহালুতে নির্বাচনী সহিংসতায় আহত উপজেলা তাঁতী লীগের সদস্য ফারুক(৪৫) ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা গেছেন। সম্প্রতি অনুষ্ঠিত কাহালু সদর ইউপি নির্বাচনের ১০ দিন পূর্বে নির্বাচনী সহিংস ঘটনায় গুরুতর আহত ফারুক ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিল। ফারুক কাহালু বাজারের হাইস্কুল রোডের মোঃ নূরুল ইসলাম ছেলে। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ১৫ ডিসেম্বর সন্ধ্যায় কাহালু সদর ইউনিয়নের জয়তুল গ্রামে কয়েকটি মটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। এঘটনার জের ধরে রাত ৮ টার দিকে কাহালু ডিগ্রী কলেজ রোডে কাহালু ছিদ্দিকীয়া মাদ্রাসা সামনে রাস্তায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পিএম বিল্লাল হোসেন ও আওয়ামী লীগের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মোঃ এনামুল হক মিঠুর কর্মী সমর্থকদের মধ্যে ইট, পাটকেল, পাথর নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় প্রতি প্রতিক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় ফারুক। আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাতেই বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ২৯ ডিসেম্বর তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ জানুয়ারি ফারুক মারা যান। এ ব্যপারে কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেন এর সাথে কথা বলা হলে তিনি জানান, ফারুক ঢাকায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত। ইউপি নির্বাচনে সে বাড়ি আসে। তবে তার পরিবারের কেউ থানায় অভিযোগ করেনি।

error

Share this news to your community