করোনা সংক্রমণ প্রতিরোধে শাজাহানপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার, বগুড়া নিউজলাইভ ডটকম: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বগুড়ার শাজাহানপুরে অব্যাহতভাবে অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমাণ আদালত। পাবলিক প্লেসে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালত ২০ ব্যক্তির নিকট থেকে ১১ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীন বুধবার উপজেলার ডোমনপুকুর এবং খরনা বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১১ ব্যক্তির নিকট থেকে ৩ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেন। এর আগে রোববার উপজেলার বি-ব্লক এলাকায় অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার না করায় ১২ ব্যক্তির নিকট থেকে ৫ হাজার ৮শ’ টাকা এবং পরদিন সোমবার নয়মাইল বন্দর এলাকায় অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার না করায় ৭ ব্যক্তির নিকট থেকে ১ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করেন। এছাড়া নয়মাইল এলাকায় ভোক্তা অধিকার আইনে ১ ব্যক্তির নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীন জানিয়েছেন, জনস্বার্থে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে।

error

Share this news to your community