একজন সৎ পুলিশ অফিসারে মৃত্যু॥পুলিশ বিভাগসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ

বগুড়া নিউজলাইভ ডটকমঃ ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, নিশিন্দারা, বগুড়া’র অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ নিজাম উদ্দীন আর নেই। তিনি ২৬ মার্চ বিকেল সোয়া ৩টায় ইউনাইটেড হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (“ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন”)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর ২ মাস ২২দিন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও ১ পুত্র সন্তান, অসংখ্য সহকর্মী, শুভাংঙ্খী রেখে গেছেন। তিনি ২১তম বিসিএস এর মাধ্যমে ২০০৩ সালের ১০ মে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেছিলেন। তাঁর গ্রামের বাড়ি বরগুনা জেলার বেতাগী থানার মেহেরগাজী করুনা গ্রামের মৃত আলী আকবর মাতুব্বর’রপুত্র। তাঁর বিপি নং-৭০০৩১০৯৪৭৯। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যানসার রোগে ভূগছিলেন। গত ৩রা মার্চ উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া হতে এয়ারএ্যাম্বুলেন্স যোগে ইউনাইটেড হাসপাতাল ঢাকায় স্থানান্তর করা হয়। তাঁর মৃত্যুতে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, নিশিন্দারা, বগুড়া গভীর শোক প্রকাশ করেছে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁর অকাল মৃত্যুতে বাংলাদেশ পুলিশ বিভাগ একজন সৎ সাহসী পুলিশ অফিসারকে হারালো। বগুড়ায় তাঁর চাকুরী বেশি দিনের না হলেও বগুড়ার বিভিন্ন অঙ্গনের মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্ক গড়ে উঠেছিল। একজন ভাল মানুষ হিসেবে জানতেন বগুড়ার মানুষ।

error

Share this news to your community