আদমদীঘিতে বাল্যবিয়ে ও করোনা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি, বগুড়া নিউজলাইভ ডটকমঃ বগুড়ার আদমদীঘিতে বাল্যবিয়ে, করোনা প্রতিরোধ ও অল্প বয়সে সন্তান ধারনে কুফল সম্পর্কে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর সকাল ১০টায় আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা স্বাস্থ্য পঃপঃ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডা: মাহবুবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বাল্যবিয়ে রোধ, করোনা সয়ক্রমন ও অল্প বয়সে বিয়ের কুফল সর্ম্পকে বিষদ আলোচনা করেন, গাইনী বিভাগের ডা: ফারহানা ইয়াসমিন, ডা: আজিজুল হাকিম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহবুবা খাতুন, সাংবাদিক বেনজীর রজমান আবু মুত্তালিব মতি, প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, আব্দুস ছামাদ, মসজিদের ইমাম মাওঃ হেলালুজ্জামান, মাও: সাইফুল ইসলাম, ফার্মাসিষ্ট ফরহাদ হোসেন প্রমূখ। কর্মশালায় চিকিৎসক, সাংবাদিক, মসজিদের ইমাম ও শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন।

error

Share this news to your community