আদমদীঘিতে পরিসংখ্যান অফিসারের বাসায় চুরি যাওয়া মালামাল ১০দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি, বগুড়া নিউজলাইভ ডটকমঃ বগুড়ার আদমদীঘি উপজেলা পরিসংখ্যান অফিসারের ভাড়া বাসায় দিনের বেলা চুরি সংঘটিত হওয়ার দীর্ঘ ১০ দিন অতিবাহিত হলেও অদ্যবধি স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার ও চোর চিহিৃত করতে পারেনি পুলিশ। ফলে ক্ষতিগ্রস্থ্য পরিসংখ্যান অফিসার লায়লা আরজুমান হতাশা প্রকাশ করেছেন।
প্রকাশ,আদমদীঘি উপজেলা পরিসংখ্যান অফিসার লায়লা আরজুমান উপজেলার সামনে জনৈক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন। গত ১৪ ডিসেম্বর সকালে তিনি বাসার দরজায় তালা দিয়ে অফিসে অসেন। এসুযোগে চোরেরা দরজার তালা কেটে বাসায় প্রবেশ করে ওয়্যার ড্রপের তালা ভেঙ্গে সাত ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকাসহ প্রায় ৫লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় আদমদীঘি থানায় অভিযোগ করলেও অদ্যবধি চুরি যাওয়া স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার ও চোর সনাক্ত করতে পারেনি পুলিশ। উপজেলা পরিসংখ্যান অফিসার লায়লা আরজুমান হতাশা প্রকাশ করে বলেন, দিনের বেলা ভাড়া বাসায় চুরির পর পুলিশকে অনেকটাই ধারনা দেয়া সত্বেও কোন ব্যবস্থা নেননি।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বলেন, চোরাই মালামাল উদ্ধার ও চোর সনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন চলছে।

error

Share this news to your community