আদমদীঘিতে অগ্নিকান্ডে ৩০ বিঘা জমির খড় পুড়ে ছাই

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি, বগুড়া নিউজলাইভ ডটকমঃ বগুড়ার আদমদীঘিতে পূর্বশক্রতার জেরধরে বাড়ির খলিয়ানে স্তুপ করে রাখা তিনটি খড়ের পালায় অগ্নিসংযোগ করা হয়েছে। এতে প্রায় ৩০ বিঘা জমির খড় পুড়ে ছাই হয়েছে। গত শনিবার ১১ ডিসেম্বর রাত ১ টায় আদমদীঘির সদরের কুসুম্বী সোনার পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আদমদীঘির কুসুম্বী সোনারপাড়ার ক্ষতিগ্রস্থ্য শাহজাহান আলী জানান, তার চাচা শফিকুল ইসলামের প্রায় ৩০ বিঘা জমির মাড়াই করা ধানের খড় বাড়ির পাশে খলিয়ানে তিন পালা বা স্তুপ করে রাখে। গত শনিবার দিবাগত গভীর রাতে পূর্বশক্রতার জেরধরে ওই খড়ের পালায় অগ্নিসংযোগ করে। জানতে পেরে আদমদীঘির ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রন করলেও সমস্ত খড় পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে ও দুইজনের ৯টি গরুর গো-খাদ্য সংকট হবে বলে তিনি দাবী করেন।

error

Share this news to your community